Header Ads Widget

Responsive Advertisement

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন


রাজবাড়ীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে সেবা দেয়া একটি অ্যাম্বুলেন্স আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আগুনে অ্যাম্বুলেন্সটির সামনের পুরো অংশ ও পেছনের দুটি চাকা পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার প্রায় ৪০মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

অ্যাম্বুলেন্সের মালিক খাজা আব্দুস সাত্তার বাবলু শেখ বলেন, করোনা মহামারির সময়ে মানুষের দুর্দশার কথা চিন্তা করে অ্যাম্বুলেন্সটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের উপহার দিয়েছিলাম। এখন পর্যন্ত দরিদ্র মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে আসছিল অ্যাম্বুলেন্সটি। তবে সচ্ছল ব্যক্তিরা শুধুমাত্র তেল খরচ দিয়েছেন। অ্যাম্বুলেন্সটি আমার বাড়িতেই থাকে। এর চালক দিনরাত সার্ভিস দেন, বিনিময়ে তিনি কোনও প্রকার বেতন নেন না। কিন্তু সেই অ্যাম্বুলেন্সটিতে গত রাত ২টার দিকে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এ গাড়িটিতে গ্যাস সিলিন্ডার ছিল, ভাগ্য ভালো সেটি বিস্ফোরণ হয়নি। বিল্ডিংয়ের নিচের একটি কক্ষে ২৫ জন শিশু ছাত্র পড়ালেখা করে, বিস্ফোরণ হলে তারা বড় ধরনের দুর্ঘটনার শিকার হতো।

তিনি বলেন, ফায়ার সার্ভিসকে ফোন দিলে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর ৪০ মিনিট পর ঘটনাস্থলে আসেন তারা। পুলিশকে জানানো হয়েছে, তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এ বিষয়ে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ