Header Ads Widget

Responsive Advertisement

আখের রস দিয়ে গুড় তৈরি করে লাভবান হচ্ছে পাঠাকাটার কৃষকরা


শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাটা গ্রামে তৈরি হচ্ছে আখের গুড়। এই গুড় বিদেশে চলে যাচ্ছে এখান থেকে ।

বাংলাদেশেও এর কদর রেড়েছে অনেক বেশি। প্রতি ড্রাম গুড় বিক্রি হচ্ছে ৩২ হাজার টাকায় । আর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা করে । লাকরি হিসাবে কৃষক ব্যবহার করছেন নিজেদের কাজে। বিক্রি করে পাচ্ছে ১০ হাজার টাকা একরে। এছাড়াও আখের গুড়ি দিয়ে আবারও বীজ সংরক্ষন করা হচ্ছে । একর জমি আবাদ করলে কৃষকদের গুড় বিক্রি করছে দেড় লাখ টাকা । সারা উপজেলায় এই আখ চাষের বিলিন হলেও পাঠাকাটা তা বিলিন হয়নি । দিনে দিনে কৃষকদের আগ্রহ আর ব্যাপকভাবে বেড়ে চলেছে আখ চাষে ।

এনএএন টিভি  / ইউসুফ আলী মন্ডল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ