Header Ads Widget

Responsive Advertisement

দখল আর দূষণে অস্তিত্ব সংকটে ‘প্রাণ সায়ের খাল’


প্রাণ সায়ের খাল’এক সময় সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র হয়ে প্রবাহমান ছিল। দখল আর দূষণে খালটি এখন প্রায় অস্তিত্ব সংকটে। খালে জোয়ার ভাটা না হওয়ায় খালের পানি বদ্ধ হয়ে আছে। ফলে পানি থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। পানির রং কালো ও বদ্ধ হওয়ায় মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। কিন্তু কিভাবে এই খালের প্রাণ সঞ্চালন করা যায় সেদিকে খেয়াল নেই সাতক্ষীরা সদর পৌরসভার। শুধু প্রাণ সায়ের খাল নয় সাতক্ষীরা প্রথম সারির পৌরসভা হওয়া সত্ত্বেও নেই ভালো কোনো ড্রেনেজ ব্যবস্থা। পানি ভালো নিষ্কাশন না হওয়ায় পরিণত হয়েছে মশা উৎপাদনের কারখানায়।

সাতক্ষীরা শহরের ড্রেনেজ ব্যবস্থা তো ভালোই না তার ওপর ভালোভাবে পরিষ্কার করা হয় না। যার ফলে পানি পচে গন্ধ হয়ে যাচ্ছে এবং সেই নোংরা পানি রাস্তায়ও চলে আসে। চলাফেরা করা যায় না। ড্রেনে মশা ভন ভন করতে থাকে। মনে হয় এটা যেন মশা তৈরির কারখানা। হালকা বৃষ্টি হলে ড্রেনের পানি রাস্তার উপরে এসে রাস্তার সাথে একাকার হয়ে যায়।

সাতক্ষীরা শহর অস্তিত্ব সংকটে ভুগছে। প্রাণ সায়ের খাল তো দখল আর দূষণে শেষ। শহরের ছোট বড় সকল নদী-খাল সব দখলে। এদিকে সাতক্ষীরা প্রথম সারির পৌরসভা হওয়া সত্ত্বেও ভালো রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা নেই। সবদিক থেকে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার মানুষজন। রাত হলে অতিষ্ঠ হয়ে পড়ে মশার অত্যাচারে। সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ। কিস্তু আন্দোলন সংগ্রাম করেও প্রতিকার পাচ্ছেন না সাতক্ষীরা শহরের মানুষজন। যত দ্রুত সম্ভব প্রাণ সায়ের খাল ও পৌর সভার ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিছন্ন করা না হলে নানা রোগ দেখা দিতে পারে। তাই আমাদের দাবি যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষ এটা দেখবেন। সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান বলেন, পৌরসভার প্রাণ সায়ের খাল তথা সব ড্রেন পরিষ্কার করার কাজ চলমান আছে। আমরা আরো পদক্ষেপ নেব যাতে করে জলাশয় বা ড্রেন থেকে মশা উৎপাদন না হয় এবং মশা নিধন অভিযান অব্যাহত রাখব।

 

এনএএন টিভি / আনারুল ইসলাম (রনি)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ