Header Ads Widget

Responsive Advertisement

তাপপ্রবাহে শিক্ষার্থীর ক্ষতি হলে দায় নিতে হবে সরকার ও স্কুলকে


তাপপ্রবাহের কারণে জনজীবনের ভোগান্তি চরমে। প্রায়ই বিভিন্ন জায়গায় হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটছে। এ অবস্থায় পাঠদান বন্ধ রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর দাবি জানিয়েছিল অভিভাবক ঐক্য ফোরাম। তবে দাবি মানা না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময় কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে তার দায় সরকারকে নিতে হবে বলে জানিয়েছে ফোরাম।

ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (২৭ এপ্রিল) এ কথা জানানো হয়।

এতে বলা হয়, তীব্র তাপপ্রবাহে স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রেখে অনলাইনে শ্রেণির কার্যক্রম তথা পাঠদানের ব্যবস্থার দাবি জানিয়েছিল অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। কিন্তু সারাদেশে তাপপ্রবাহের তেমন কোনো উন্নতি না হওয়ার পরও সরকার রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিপত্র জারি করেছে।

অভিভাবক ঐক্য ফোরাম বলছে, ‘এতে ছোট ছোট শিক্ষার্থীরা তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। তবে তাপপ্রবাহে সরকারি সিদ্ধান্তে দেশের কোথাও যদি কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন হয় বা কোনো ক্ষতি হয়, তার সব দায় সরকার ও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে বহন করতে হবে।’

 

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ