Header Ads Widget

Responsive Advertisement

চোখের নিচে কালো দাগ দূর করার উপায়


চোখের নিচের কালো দাগ আমাদের সৌন্দর্যকে ম্লান করে দেয়। আর এই দাগ হয় পরিমিত না ঘুমানো, বেশি রাত জাগলে, জিনগত কারণ কিংবা মানসিক চাপে থাকলে। তাই চলুন জেনে নিই সহজে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়–

আলু কিংবা শসা একদম কুচিকুচি করে কেটে ১০-১৫ মিনিট বন্ধ চোখের ওপর রাখলে চোখের নিচে কালচে ভাব অনেকটা কমে।

কাঁচা দুধের সঙ্গে সামান্য একটু হলুদ মিশিয়ে চোখের নিচে লাগাতে পারেন। এতে ভালো ফল পাবেন।

গোলাপ জল তুলায় লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করলে চোখের নিজের কালো দাগ কমে।

এক চামচ কফিবিন গুঁড়োর সঙ্গে অল্প একটু কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে চোখের নিচের অংশে ব্যবহার করুন। পরে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। শেষে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাহলে সহজেই দূর হয়ে যাবে চোখের নিচের কালো দাগ।

ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। পরে সেটি চোখের ওপর ১০ মিনিট রেখে দিন। নিয়মিত ব্যবহার করলেই নিমেষে দূর হবে চোখের নিচের কালো দাগ।

চোখের কালো দাগ দূর করতে দই উপকারী। দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষের পরিমাণ বৃদ্ধি করে। দই, মধু আর গোলাপ জলের প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ