Header Ads Widget

Responsive Advertisement

চুয়াডাঙ্গায় সকাল ৯টায় তাপমাত্রা ৩৩.৫° সেলসিয়াস



 চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। সকাল থেকে বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে তাপমাত্রার পারদ।

বেলা ১২টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। এ কারণে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর এবং ভ্যান-রিক্সা চালকেরা। তীব্র তাপপ্রবাহে মাঠের ফল-ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা।

এদিকে চুয়াডাঙ্গায় ৩ দিন ধরে তাপমাত্রার পারদ গড়ে ১ ডিগ্রি করে কমছে। গত মঙ্গলবার এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩.৭° সেলসিয়াস, বুধবার ৪২.৮° সেলসিয়াস এবং গতকাল বৃহস্পতিবার রেকর্ড করা হয় ৪১.৮° সেলসিয়াস।

গত দু’দিন অবশ্য দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়। আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৫° সেলসিয়াস, যা গতকাল ছিল ৩৩° সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় অব্যাহত তীব্র তাপপ্রবাহের কারণে শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে তাদেরকে সরকারি আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আগামী ৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে। ৫-৬ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ১২ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ