Header Ads Widget

Responsive Advertisement

বন্দরের সাংবাদিক বাদলকে হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে ৩ জনকে আসামী করে অভিযোগ


বন্দর মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাদল খান’কে জীবন নাশের হুমকি দিয়ে তার মান সম্মান ক্ষতি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের দায়ে তিন প্রতারক চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

২ মে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগটি করেন সাংবাদিক বাদল খান। লিখিত অভিযোগে জানা যায় গত ৩০ এপ্রিল বিকালে সোনাকান্দা এলাকায় সাংবাদিক বাদলকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে জীবন নাশের হুমকি দেয় বন্দরের বাগবাড়ি এলাকার আবুল প্রধানের মাদকাসক্ত ছেলে আলমগীর প্রধান (৪৯) ও ফতুল্লা থানাধীন আরাফাত নগরের ভাড়াটিয়া মৃত চাঁন মিয়ার ছেলে ভেজাইল্যা সুলতান মাহমুদ (৫৩)। এছাড়া ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল প্রধান গত ০১ ও ০২ মে মিথ্যা তথ্য পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে সাংবাদিক মান্নান খান বাদলের ছবিসহ অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। কামাল প্রধানের পরিচালিত ভুয়া ফেইসবুক আইডি দৈনিক আজকের নীলকন্ঠ, সাংবাদিক ইলিয়াস খান, সাংবাদিক বাদল ভূইয়া ও দৈনিক ছায়াবানী নামে ফ্যাক আইডি দিয়ে কুৎসা ছড়াচ্ছে। উক্ত অপপ্রচারের কারণে সামাজিকভাবে ক্ষতির সম্মুখিন এবং ক্ষয়ক্ষতির আশংকা করছে সাংবাদিক বাদল খান।

এছাড়াও প্রতারক চক্রের মামলাবাজ আলমগীর প্রধান, কামাল প্রধান ও সুলতান মাহমুদ সমাজের বিশৃঙ্খল লোক এবং খুবই খারাপ প্রকৃতির মানুষ। যার তার নামেই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কল্পকাহিনী তৈরী করে নাটক সাজিয়ে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করে উক্ত প্রতারক চক্র। সাংবাদিক বাদল খানকে মিথ্যা মামলা মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করছে। বর্তমানে চরম নীরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা। এ প্রসঙ্গে ভুক্তভোগী সাংবাদিক বাদল খান বলেন, সুলতান, কামাল ও আলমগীরসহ আরও কয়েকজন প্রতারক সঙ্ঘবদ্ধ হয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে হয়রানী করে যাচ্ছে। প্রশাসন যদি এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়বেন। উল্লেখ্য যে, উক্ত আসামীদের বিরুদ্ধে বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ সহ আদালতে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

 

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ