Header Ads Widget

Responsive Advertisement

চাঁপাইনবাবগঞ্জে পত্রিকা অফিসে ককটেল বিস্ফোরণ


চাঁপাইনবাবগঞ্জের একটি স্থানীয় দৈনিক পত্রিকার অফিসে ককটেল হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা শহরের পাঠানপাড়া এলাকায় অবস্থিত স্থানীয় পত্রিকা দৈনিক চাঁপাই চিত্র পত্রিকা অফিসে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, খবর পেয়ে রোববার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।

‘দৈনিক চাঁপাই চিত্র’ পত্রিকার সম্পাদক কামাল বলেন, ‘শনিবার (২৯ অক্টোবর) পত্রিকার কাজ শেষ করে তিনিসহ পত্রিকায় কর্মরত সবাই প্রায় রাত সাড়ে ১০ টার দিকে বাসায় যান। পরে নাইটগার্ডের মাধ্যমে ককটেল হামলার বিষয়টি জানতে পেরে পুলিশকে জানিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিয়ে যায়।’

কে বা কারা কেন এই হামলা করতে পারে, এমন প্রশ্নের উত্তরে পত্রিকাটির সম্পাদক বলেন, আমাদেরকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই এই হামলা হয়ে থাকতে পারে। স্থানীয় দৈনিক পত্রিকা হিসেবে আমরা সব ধরনের সংবাদই প্রকাশের চেষ্টা করে আসছি। সংবাদ মূল্য থাকলে আমরা সংবাদ প্রকাশে পিছু পা হই না। সে যেই হোক না কেন। প্রকাশিত কোনো সংবাদে ক্ষুব্ধ হয়ে কেউ ককটেল হামলার মতো ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা আশা করি, খুব দ্রুত পুলিশ অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান মোবাইল ফোনে জানান, ‘শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এই বিস্ফোরনের ঘটনা ঘটেছে। তবে এটা ককটেল তা অনুমান করা যায়নি। তবে বারুদের গন্ধ পাওয়া গেলেও ককটেলের স্পি­ন্টার ছড়িড়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়নি।

কোন দূস্কৃতিকারী ভীতি ছড়াতে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর আমরা ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়েছি, আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।’

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জরুরী সভার আহ্বানের কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।’

এঘটনায় জেলার সকল সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। আর এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ