Header Ads Widget

Responsive Advertisement

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া


তোমরা ধর্মের ভিতরে থাকবে ধর্মের ভিতরে থাকলে জীবন সুন্দর ও সশৃংখল হয় -মন্জুর এলাহী।

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলোচনা ও দোয়া মাহফিল গতকাল রবিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কলেজের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, নবধারা শিক্ষা পরিবার এর চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, কলেজের পরিচালক মুশফিকুর রহমান মৃধা জামি। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক আহমুদুল কবির ফরহাদ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বিপ্লব মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কে এম সারোয়ার জাহান। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান শাখার মঞ্জুরুল ইসলাম খান, মানবিক শাখার মোঃ সাজিম আনোয়ার স্মরণ মোল্লা, বিজ্ঞান শাখার নাজমুল হাসান। মানপত্র গ্রহণ মানবিক শাখার এইচএসসি পরীক্ষার্থী জুয়েনা আক্তার স্বর্ণা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মনিরা।

দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ এর ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সাদেকুর রহমান।
মনজুর এলাহী বলেন, তোমরা সঠিক ভাবে ধর্মপালন, সর্বক্ষেত্রে ধর্মকে প্রাধান্য দিবে। ধর্মের ভিতরে থাকবে। ধর্মের ভিতরে না থাকলে জীবন সুন্দর ও সুশৃংখল থাকেনা। ধর্মের ভিতরে থাকলে জীবন সুন্দর হয়, সুশৃংখল হয়। তোমরা ভাল মানুষ হবে। ধর্মের ভিতর থাকলেই ভাল মানুষ হওয়া যায়। কাজেই তোমরা ধর্মের ভিতরে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ