Header Ads Widget

Responsive Advertisement

শীতে ছেলেদের ত্বকের যত্নে করণীয়


ত্বক ভাল রাখার জন্য মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নেয়া দরকার। বিশেষকরে শীতকালে ত্বক ফেটে রুক্ষ এবং খস খসে হয়ে যায়। শীতকালে ছেলেদের ত্বকের যত্ন কিভাবে নেবেন জেনে নিন--

                               ত্বকের

শীতে ছেলেদের ত্বকের যত্নে করণীয়

দাড়ি শেভ করার কারনে শীতকালে ছেলেদের ত্বক খস খসে হয়। এজন্য শীতকালে শেভ করার পরে মুখে মশ্চারাইজার ক্রিম মাখবেন। তাহলে সারাদিন ত্বক সুন্দর থাকবে।

শীতকালে Vitamin E থাকা ক্রিম মুখে লাগাবেন। শীতকালে ত্বক ফাটার কারনে মরা কোষ দূর সতেজ করতে Vitamin E অনেক উপকারী।

শীতকালে ছেলেদের ত্বকের মশ্চারাইজার ঠিক রাখার জন্য লোশন অথবা ক্রিমের সাথে মশ্চারাইজার যুক্ত ক্রিম বা গ্লিসারিন সাবান ব্যবহার করুন। তাহলে সারাদিন ত্বকে কোমলতা পাবেন।

শীতকালে স্নান করার সময় পানিতে গ্লিসারিন মিশিয়ে স্নান করুন। পানি মিশ্রিত গ্লিসারিন আপনার ত্বক ফাটা রোধ করবে। আপনার ত্বক থাকবে মসৃণ সবসময়।

শীতকালে চেষ্টা করবেন গরম পানি দিয়ে গোসল না করার জন্য। গরম পানি আপনার ত্বকের প্রাকৃতিক তেল পরিষ্কার করে ফেলে যা আপনার ত্বকের জন্য ক্ষতিকর। তাই ত্বক ভাল রাখতে শীতকালে ঠান্ডা পানিতে স্নান করার অভ্যাস করুন।

আপনার ত্বক যদি তৈলাক্ত হয় মুখে সাবান অথবা ওয়েল ফ্রি ফেসওয়াস ব্যবহার করবেন। ত্বকে বেশি তেল থাকলে থাকলে ধুলোবালি ত্বকে আটকে থাকবে। এর কারনে ব্রণ বা অন্য সংক্রমণ হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ