Header Ads Widget

Responsive Advertisement

পাকিস্তানে পুলিশ ভ্যানে হামলা নিহত ২, আহত ২৪


দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটা শহরে একটি পুলিশ ভ্যানে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ কর্মকর্তা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ২৪ জনের বেশি মানুষ আহত হয়েছে।

এ ঘটনায় তেহরিক-ই তালেবান (টিটিপি) যারা পাকিস্তান তালেবান নামেও পরিচিত দায় স্বীকার করেছে। হামলার দুই দিন আগে তারা পাকিস্তান সরকারের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি সমাপ্ত ঘোষণা করে।

কোয়েটা পুলিশের উপ আইজিপি (ডিআইজি) গুলাম আজফার মাহেসার সাংবাদিকদের বলেন, যে গাড়িতে হামলা করা হয়েছে সেটাতে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের বহন করা হচ্ছিল। বেলুচিস্তান প্রদেশে এই নিরাপত্তারক্ষীদের পোলিও টিকা ক্যাম্পেইন কর্মীদের রক্ষার জন্য পাঠানো হচ্ছিল। হামলায় আহতদের মধ্যে অন্তত ২০ জন পুলিশ।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস ঘটনার নিন্দা জানিয়ে ‘কাপুরুষোচিত’ হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, যারা ঘটনার সঙ্গে জড়িত এবং সহযোগীদের আইনের আওতায় আনা হবে। গত সোমবার সকালে টিটিপি দলের যোদ্ধাদের পাকিস্তানজুড়ে হামলার আহ্বান জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ