Header Ads Widget

Responsive Advertisement

সমাবেশের নামে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করলে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে --স্বরাষ্ট্রমন্ত্রী


আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার জামিন বাতিল হবে কি না, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় সমাবেশের নামে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করলে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

সুন্দর পরিবেশে সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দু’টি জায়গার কথা বলেছে— সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ। তাদের দাবির প্রতি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ