Header Ads Widget

Responsive Advertisement

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীত জেঁকে নওগাঁয়


 ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীত জেঁকে বসছে উত্তরের জেলা নওগাঁয়। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। দিনের বেলাতেও হেডলাইট জালিয়ে চলছে যানবাহন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ঠান্ডার মধ্যেই জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হয়েছেন সাধারণ শ্রমিকরা। আর গরম কাপড়ের অভাবে কাজে পৌঁছাতে দেরি হচ্ছে তাদের। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

 

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহসহ ঠাণ্ডা বাতাস বইছে। শীত মৌসুমের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। তবে এ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ