Header Ads Widget

Responsive Advertisement

তোয়াক্কা না করে শিবির নেতার শিক্ষক কতার চাকুরী


 নকলা উপজেলার কায়দা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ইসলামি বিষয়কের শিক্ষক মো: লুৎফর রহমান ফিরুজ গ্রাম বালিয়াদী সে দাখিল ৩য় ,

আলিম ৩য় ,শিক্ষা সনদ দিয়ে স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করেছেন।

একযুগ আগে শিক্ষক হিসাবে যোগদান করেও তিনি পদত্যাগ পত্র দিয়ে চলে যান ।

২০২২ সালে আবার শিক্ষা বোর্ড কর্তৃক উক্ত বিদ্যালয়টি এমপিও ভোক্তির স্বীকৃতি পায়।

এরপর থেকে তিনি তড়িগড়ি করে আবারও শপদে বহাল হওয়ার জন্য তদবীর চালান মো: লুৎফর রহমান রোকন তার নাম হলেও বর্তমানে মো: লুৎফর রহমান ফিরুজ নামে লিপিবদ্দ করিয়া ইসলামি বিষয়ের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।

১৯৯১ সালে পাঁচ কাহুনিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ১৯৯৩ সালে আলিম পাশ করেন তিনি ।

তার সকল সার্টিফিকেটে ৩য় শ্রেণি থাকলেও স্বাক্ষাতে তিনি বলেন ২০০০ সালের পর যারা শিক্ষকতা করেন তাদের বেলা ৩য় শ্রেণি বাদা আমাদের নিয়োগ ২০০০ সালের আগের তাই ৩য় শ্রেণি এখানে পরিগণিত হবেনা ।

কথা প্রসঙ্গে তিনি নিজে একটি আইনের ফিরিস্থি নিজেই তৈরি করে বলে জানান।

জামাতের কর্মী লুৎফর রহমান ফিরুজ শিক্ষা অধিদপ্তরকে বৃদ্দাঙ্গলী দেখিয়ে কায়দা আর্দশ উচ্চ বিদ্যালয়ে বহাল হতে যাচ্ছেন ।

এদিকে এ বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার নকলা উপজেলা আব্দুর রশিদ সাহেবের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন কখনই ৩য় শ্রেণির একাধিক সার্টিফিকেট থাকলে সে চাকুরীতে বৈধতা পাবেন না ।

আরও পড়ুন: 

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ