Header Ads Widget

Responsive Advertisement

মৃগীনদী খননের নামে চলছে বালু লুটপাটের মহোৎসব


 শেরপুরের নকলা উপজেলার মৃগীনদী ও পুরানা ব্রহ্মপুত্র নদী সাড়ে ১৪ কিলোমিটার খননের কাজ হাতে নিয়েছেন পানি উন্নয়ন বোর্ড জামালপুর।

কৃষ্টিয়াররাশেদ নামের ঠিকাদার খননের কাজটি শুরু করেন

৮ কোটি ৫৬ লাখ টাকা ব্যায়ে খননের কাজ হাতে নিলেও যত্রতত্র গর্ত করে শুধু মাত্র বালি বিক্রি করা হচ্ছে ।

প্রায় ২০ জন শ্যালো মেশিন মালিক ঠিকাদারের সাথে যোগসাজস করে নদী থেকে বালু উত্তোলন করে পরিবেশ বিপযস্তেয় মুখে ঠেলে দিয়েছেন।

হাজার হাজার বাড়ি ঘর, আশে পাশের পাকা সড়ক ,স্কুল , মাদ্রাসা,

মসজিদ সবকিছুই ধংস হওয়ার পথে একই সাথে কৃষকের আবাদি জমির ফসলও ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা চরম আকার দেখা দিয়েছে ।

ঠিকাদারের গাফিলতিতে বালু ব্যবসায়ী সজিব হাসান ,রাজিব,সিয়াম,শাহিন,মোখলেছুর রহমান,শহিদুল ,

আবুল হাশেম সহ ২০জন শ্যালো মেশিন মালিক দিনে রাতে তাদের মেশিন দ্বারা বালু কাটার ফলে

ভূপ্রাকৃতিক সম্পদ নদীর মৎস্য সম্পদ গতি পথ সব কিছুই চিরদিনের জন্য নষ্ট হয়ে যাচ্ছে।

মৃগীনদী নদীর পাশে থাকা মানুষ গুলো বিপদে পড়ে বলেন নেতারা সরকারি ভাবে বালু উত্তোলন করছেন , আমরা কী করবো ।

শুকবার এলাকা ঘুরে যত্রতত্র বালু উত্তোলনের মহোৎসব দেখা গিয়েছে ।

এসকল রোধ করার জন্য প্রশাসন জরুরি পদক্ষেপ নিতে হবে ।

আরও পড়ুন:

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ