Header Ads Widget

Responsive Advertisement

কেন্দ্রে ঢুকতে না দেয়ায় ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা


 কিশোরগঞ্জের ভৈরবে বিলম্বে কেন্দ্রে আসায় দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি।

এই সময় তারা ভৈরব-কিশোরগঞ্জের আঞ্চলিক সড়কে বাসের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজের কার্যালয়ে নিয়ে আসে।

পরে তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে তাদের হাতে শিক্ষার্থীদের তুলে দেন।


শিক্ষার্থীরা হলো-পৌর শহরের জগন্নাথপুর এলাকার হাজী ইউছুফ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র রুমান আহম্মেদ (১৫) এবং ভৈরব এমপি গার্লস হাইস্কুলের তিশা আক্তার (১৫)।

রোববার (৩০ এপ্রিল) সারাদেশে এক যোগে সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হয়।

এই পরীক্ষা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হলেও ব্যতিক্রম ছিল ভৈরবের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীদের বেলায়।

ভৈরব ইউছুফ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুমান আহম্মেদ এবং ভৈরব এমপি গার্লস হাইস্কুলের শিক্ষার্থী তিশা আক্তার বন্ধুদের দেয়া ভুল তথ্যের ওপর নির্ভর করে পরীক্ষা কেন্দ্রে বিলম্বে ঢুকতে চায়।

ভৈরবের ওই দুই পরীক্ষার্থীর দাবি, দুপুর ২টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বন্ধুরা তাদের জানায়।

পরে তারা সকাল ১০টায় জানতে পারে পরীক্ষার সময়সূচি সকাল ১০ টায়। তারপর তারা দ্রুত সকাল সাড়ে ১১ টায় স্থানীয় পরীক্ষা কেন্দ্র সরকারি কেবি হাইস্কুল কেন্দ্রে ছুটে যান।

কিন্তু কেন্দ্র কর্তৃপক্ষ তাদের ঢুকতে দেয়নি। এই ঘটনায় তারা হতভম্ব হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছুটে যান।

সেখানে ইউএনওকে না পেয়ে তারা উপজেলা কার্যালয়ের সামনের ভৈরব - কিশোরগঞ্জের আঞ্চলিক সড়কে বাসের নিচে ঝাপ দেয়ার চেষ্টা চালায়।

এই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ইউএনও’র মাধ্যমে অবিভাবকদের কাছে হস্তান্তর করে।

ইউছুফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি আর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা তো শিক্ষার্থীরাই না।

তা না হলে একজন পরীক্ষার্থী তার পরীক্ষার সময় সূচি জানবে না, তা হতেই পারে না। এটা শিক্ষার্থী ও অভিভাবকদের গাফলতি।

 

আরও পড়ুন:

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ