Header Ads Widget

Responsive Advertisement

শেয়ারবাজারে ডিএসই ও সিএসই এ দরপতন


 দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সব কটি মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুটি বাদে কমেছে সব সূচকের মান। এদিকে লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারে।

ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ২৬২ দশমিক ৬৮ পয়েন্টে,

যা গত কার্যদিবসের তুলনায় কমেছে ১১ দশমিক ৩৭ পয়েন্ট।

এ ছাড়া ডিএসইএস সূচক ৩ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ দশমিক ৮৩ পয়েন্টে।

আর ডিএসই-৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ২০২ দশমিক ৪১ পয়েন্টে। এটি গত কার্যদিবসের তুলনায় কমেছে ৬ দশমিক ১৫ পয়েন্ট।

এদিন গত কয়েক কার্যদিবসে ঊর্ধ্বমুখী থাকা লেনদেনও কমেছে ডিএসইতে।

রোববার লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে ২৭৪ কোটি ৫৪ লাখ টাকা কম।

গত কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার, যা ছিল চলতি বছরে ডিএসইর সর্বোচ্চ লেনদেন।

রোববার লেনদেনের শীর্ষে ছিল ইউনিক হোটেল।

এ ছাড়া ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, জেমিনি সি ফুড, লাফার্জহোলসিম, রহিমা ফুড করপোরেশন,

জেনেক্স ইনফোসিস, সি পার্ল, সোনালি পেপার মিলস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

এ ছাড়া এদিন ডিএসইতে ৩৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

এর মধ্যে দাম বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও এদিন কমেছে লেনেদেনের পরিমাণ।

এদিন লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত কার্যদিবসে এর পরিমাণ ছিল ৭ কোটি ৯৫ লাখ টাকা।

লেনদেন কমেছে ১ কোটি ৩৪ লাখ টাকার।

এ ছাড়া রোববার সিএসইতে কমেছে সিএএসপিআই, সিএসআই ও সিএসসিএক্স সূচকের মান।

এদিন সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৪ দশমিক ৯৮ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১৮ হাজার ৪৫১ দশমিক ৯১ পয়েন্টে।

আরও পড়ুন:

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ