Header Ads Widget

Responsive Advertisement

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় জান্নাত আক্তার (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত সোয়া ২টার দিকে ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে গাড়িসহ প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ।

নিহত জান্নাত সম্প্রতি ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছিলেন। বাবার নাম মো. বাহার উদ্দিন। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়।

এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন- সাদিয়া আক্তার (৮) ও মো. শামীম।

আহত সাদিয়ার বাবা সাইফুল ইসলাম বলেন,

ঈদের দিন কুড়িল বিশ্বরোড এলাকায় আমার শ্বশুরের বাসায় দাওয়াত ছিল।

সেখানে খাওয়াদাওয়া শেষে রাত দুইটার দিকে আমার এবং ভায়রা ভাই শামীমের মোটরসাইকেলে করে সবাই ভাষানটেক এলাকার বাসায় ফিরছিলাম।

দুই মোটরসাইকেলের একটিতে আমার স্ত্রী, দুই ছেলে ও আমি ছিলাম। অন্যটিতে ভায়রা শামীম, আমার মেয়ে সাদিয়া ও শ্যালিকা জান্নাত ছিল।

পথে কুর্মিটোলা গল্ফ ক্লাবের সামনে আসার পরেই পেছন থেকে দ্রুতগতিতে এসে একটি প্রাইভেটকার ভায়রা ভাইয়ের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে সবাই সড়কের ওপর ছিটকে পড়েন। পরে গুরুতর আহতাবস্থায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

একপর্যায়ে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করে।

এছাড়া গুরুত্বর আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন আছেন শামীম ও সাদিয়া। এর মধ্যে সাদিয়ার বাম পা ও বুকের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির বলেন,

‘মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে আছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে চালক মদ্যপ ছিল কি না এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন,

‘গাড়িটি দ্রুতগতিতে ছিল। চালক মদ্যপ ছিলেন না। তবে চালকের নাম-পরিচয় জানতে চাইলে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।’

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ