Header Ads Widget

Responsive Advertisement

গাজীপুরে নিট কম্পোজিট কারখানার আগুন নিয়ন্ত্রণে


গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় সোয়ান নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জুন) ভোর রাতে ওই কারখানার কাপড়ের গুদাম ঘরে আগুন লেগে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বর্ণনা দিয়ে কারখানার কর্মকর্তারা জানান,

‘শুক্রবার ভোররাতে হঠাৎ কারখানার ভেতরে আগুন ধরে যায়। প্রথমে নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে।’

‘কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়।’

‘খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

‘অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ফ্লোরের বিভিন্ন মেশিনসহ অসংখ্য ফেব্রিক্স পুড়ে গেছে।’

‘তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

এ প্রসঙ্গে শ্রীপুর ফায়ার সার্ভিস পরিদর্শক আব্দুল মান্নান জানান,

‘ভবানীপুর এলাকায় ভোররাতে সোয়ান নিট কম্পোজিট কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বিভিন্ন ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে।’

‘খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

‘তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।’

আরও পড়ুন:

এনএএন টিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ