Header Ads Widget

Responsive Advertisement

হারিকেন ইয়ানের আঘাতে ১২ জনের মৃত্যু


হারিকেন ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এতে সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে সাতজন চার্লট কাউন্টিতে। বাকীরা সারাসোটা এবং ভলুসিয়ার। 

প্রেসিডেন্ট বাইডেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তাদের একটি ব্রিফিংয়ের পর বলেন, মৃত্যুর সংখ্যা এখনো অস্পষ্ট, কিন্তু আমরা প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি হতে পারে বলে শুনছি। এদিকে, ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এটি ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হারিকেন হতে পারে। সংখ্যা এখনো অস্পষ্ট, কিন্তু আমরা প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি হতে পারে বলে শুনছি।

অন্যদিকে, ফ্লোরিডায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ৫০০ বছরের মধ্যে ভয়াবহ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গভর্নর এই তথ্য জানান। ডিসান্টিস বলেন, মধ্য ফ্লোরিডায় বড় ধরনের বন্যা হয়েছে। এটা ৫০০ বছরের মধ্যে অন্যতম ঘটনা। বন্যাকবলিত এলাকায় সাত হাজার উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। ঘূর্ণিঝড়ে অভিবাসীবাহী জাহাজ ডুবে ২৩ জন নিখোঁজ হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ